বড়লেখা প্রতিনিধি:

২৪ মার্চ, ২০২৩ ০০:৪১

বড়লেখায় সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা

মৌলভীবাজারের বড়লেখায় সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (২২ মার্চ) পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজারের উদ্যোগে দিনব্যাপী এই অনুষ্ঠান হয়েছে।

সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলায় বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়সহ ১০টি স্টল অংশ নেয়।

এতে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।

এ উপলক্ষে স্থানীয় দাসেরবাজার ইউনিয়নের এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ বিন সামস।

পদক্ষেপের সিলেট এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীমউদ্দিন, দাসেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্ত্তী, পদক্ষেপের সিনিয়র সহকারী পরিচালক ও রিজিওনাল ম্যানেজার (প্রধান কার্যালয়) মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. শামীম মিয়া, মো. রাজীব আহমদ ও খান গোলাম মোস্তফা, সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার (বি-বাড়ীয়া জোন) মো. মুর্শেদুজ্জামান, পদক্ষেপের স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় দাস, দাসেরবাজার ব্রাঞ্চের সমন্বয়কারী জয় কুমার সরকার, সমাজ উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত