জগন্নাথপুর প্রতিনিধি

২৯ মার্চ, ২০২৩ ২২:৫০

জগন্নাথপুর বাজারে ১২ ঘন্টা বন্ধ থাকবে পণ্য লোড-আনলোড

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হোসেন লালন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, সমাজসেবা কর্মকর্তা বিল্লাহ হোসেন, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি শংকর রায়, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

সভায় যানজট নিরসনে বৃহস্পতিবার থেকে উপজেলা সদরে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকল প্রকার পণ্যবাহী গাড়িসহ বড় গাড়িগুলোতে মালামাল লোড-আনলোড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি মাইকিং করে ব্যবসায়ীসহ চালকদের জানানো হবে।

আপনার মন্তব্য

আলোচিত