নিজস্ব প্রতিবেদক:

২৬ মে, ২০২৩ ২৩:১৫

সুনামগঞ্জবাসীকে আনোয়ারুজ্জামানের পক্ষে কাজ করার আহ্বান

সিলেটে মতবিনিময়

সিলেট নগরীতে বসবাসরত সুনামগঞ্জবাসীকে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে ।

শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি কনভেনশন হলে সুনামগঞ্জবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এ আহবান জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।

এদিকে নির্বাচনে বিজয়ী হলে পরিকল্পিত উন্নয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, সিলেটকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম শামিম, সাবেক সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জিগেন্দ্র তালুকদার পিন্টু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহীন আহমেদ চৌধুরী, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত