
০৫ জুন, ২০২৩ ২৩:৪১
সিলেটের কোম্পানীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের টুকেরবাজার এলাকার এক অভিযান পরিচালনা করে গাঁজাসহ একজন গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজিবুল হক (৩০) সুনামগঞ্জের জামালগঞ্জ থানার রসুলপুর গ্রামের রায়েফ আলীর ছেলে।
পুলিশ জানায়, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানার এসআই মঞ্জুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজার এলাকার পূবালী ব্যাংকের সামনে থেকে সাজিবুল হক নামে এই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য