জগন্নাথপুর প্রতিনিধি

০৭ জুন, ২০২৩ ০০:১১

জগন্নাথপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা কৃষি কার্যালয়ের প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।

জেলা প্রশাসক কল্যাণ তহবিলের ২০২২-২৩ অর্থবছরের অর্থায়নে ২০২৩-২৪ মৌসুমের আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে রাসায়নিক সার বিতরণের এ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমদ বলেন, বিনামূল্যে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার ১৫০ কৃষকের মাঝে বিতরণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত