নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৩ ০০:৩৬

সৈয়দ নবীব আলী কলেজে সংঘর্ষ, আহত ৪, মামলার আবেদন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের বিয়ানীবাজারের সৈয়দ নবীব আলী কলেজে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ ওঠেছে।

বুধবার (২ আগস্ট) দুপুরে ক্লাসে বসা নিয়ে ছাত্রদের মধ্যে দ্বন্দ্বে ঘটনার সূত্রপাত হয়, এরপর এনিয়ে সংঘর্ষে জড়ায় বহিরাগতরা।

ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আলী আহসান বলেন, ক্লাসে আসনে বসা নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাদানুবাদ হয়। এরপর ঘটনা ওখানেই শেষ হওয়ার কথা থাকলেও আসামিরা কলেজ প্রাঙ্গণের বাইরে আসামাত্র বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা করে। এরপর তারা প্রাণ বাঁচাতে ফের কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলেও বহিরাগত ও কলেজের কজন শিক্ষার্থী তাদেরকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এরপর এলাকাবাসীর সহায়তায় তারা প্রাণে রক্ষা পান।

এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলার আবেদন করেছেন বলে জানান আলী আহসান। এতে ৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০/১৫ জনকে আসামি করার আবেদন হয়েছে।

ঘটনা সম্পর্কে জানতে কলেজের অধ্যক্ষ মো. দিলওয়ার হোসেইনের মন্তব্য জানতে তাকে ফোন দেওয়া হলে তিনি ফোন ধরেননি।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ দেবনাথ বলেন, ‘এখনও মামলা হয়নি। বিষয়টি ওসি স্যার দেখছেন।’

আপনার মন্তব্য

আলোচিত