
২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২৩:৫২
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, প্রবাসী অধ্যুষিত হওয়ায় উচ্চ শিক্ষার দিক দিয়ে সিলেট জেলা অনেকটা পিছিয়ে আছে। এখানকার মানুষের বিদেশ চলে যাওয়ার আগ্রহ বেশি। এরপরও শিক্ষা ক্ষেত্রে সিলেটকে এগিয়ে নিতে চেষ্টা করবো।
তিনি বলেন, একটি মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ একজন শিক্ষিত লোক একটি সমাজ পরিবর্তন করতে পারে। শিক্ষার দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। সিলেটের মানুষ বিদেশমুখী তারা বড় হয় বিদেশ যাওয়ার স্বপ্ন নিয়ে। উচ্চ শিক্ষা অর্জন করবে বা দেশে থেকে চাকুরী করবে এসব ভাবণা খুব কম। সিলেটে উচ্চ শিক্ষার উল্লেখযোগ্য হার বৃদ্ধি করতে হবে।
তিনি মঙ্গলবার দিনব্যাপী বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসান আরো বলেন,বর্তমান সরকারের আমলে শিক্ষা খাতে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। এ ছাড়া স্কুল, কলেজ, কারিগরি ও মাদরাসা গুলোতে নতুন নতুন বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান শিক্ষা ব্যবস্থাসহ দেশের অগ্রগতিই প্রমাণ করে শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। সিলেট এখনো শিক্ষায় পিছিয়ে আছে, তাই আমরা সবাই মিলে শিক্ষা ক্ষেত্রে নজর দিতে হবে।
তিনি বলেন, সিলেটের মানুষ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে থাকলেও উচ্চ শিক্ষায় তারা পিছিয়ে আছে। শিক্ষার্থীদের পরিশ্রম করে এগিয়ে এসে এ শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এ অঞ্চলের উন্নয়ন করতে হলে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যেতে হবে।
একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত করে সামনের দিকে নিয়ে যেতে হলে শিক্ষিত লোকের বিকল্প নেই।
জাতির পিতা দেশ স্বাধীন করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শুরু করেন। কিন্তু উন্নয়ন কার্যক্রম সমাপ্ত করতে পারেননি। তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে তাঁর দুই কন্যা কাজ করছেন। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য শিক্ষিত মানব সম্পদ গঠনে সর্বাধিক গুরুত্বসহকারে এ অঞ্চলের শিক্ষা খাতে কাজ করতে হবে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মো: আল জুনায়েদ, পৌরসভার মেয়র ফারুকুল হক, ভাইস চেয়ারম্যান রুকসানা বেগম লিমা, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর প্রমুখ।
আপনার মন্তব্য