বিশ্বনাথ প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর, ২০২৩ ২৩:৫৯

বিশ্বনাথকে শ্রেষ্ঠ উপজেলায় রূপ দিতে চান শাহিনা

বিশ্বনাথ উপজেলাকে সিলেটের শ্রেষ্ঠ ও স্মার্ট উপজেলা হিসেবে রুপান্তরিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা আক্তার।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের সঞ্চালনায় উপজেলা পরিষদের প্রশাসনিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সভাপতি আশিক আলী, সহসভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী জামাল উদ্দিন, বর্তমান সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

আপনার মন্তব্য

আলোচিত