কমলগঞ্জ প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৪৬

কমলগঞ্জে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফিকে সভাপতি ও আলম পারভেজ চৌধুরী সোহেলকে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা বিএনপি এ কমিটি অনুমোদন করে। জেলা বিএনপির ১ম যুগ্ম-সম্পাদক মো. ফখরুল ইসলামের সুপারিশক্রমে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান এ কমিটি অনুমোদন করেন।

গত ২৪ আগস্ট কমলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত কাউন্সিলারদের ভোটের মাধ্যমে গোলাম কিবরিয়া শফিকে সভাপতি ও আলম পারভেজ চৌধুরী সোহেলকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর ১৯ দিন পর গত ১২ সেপ্টেম্বর কমলগঞ্জ উপজেলা বিএনপির ১০১ সদস্যের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মো. শফিকুর রহমান চৌধুরী, আবু ইব্রাহীম জমসেদ, সেলিম আহমেদ চৌধুরী, এখলাছুর রহমান, একে এম আব্দুস সালাম, মো.আনোয়ার হোসেন বাবু, সিদ্দিকুর রহমান চৌধুরী, সৈয়দ মখলিছুর রহমান, তোফায়েল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পুষ্প কুমার কানু, মুজিবুর রহমান মুকুল, জাহাঙ্গীর মুন্না রানা, সাংগঠনিক সম্পাদক এড.আব্দুল আহাদ, ইয়াকুব আলী সিরাজী, দপ্তর সম্পাদক মো. মোতাহের আলী, কোষাধ্যক্ষ সিপার আহমেদ তরপদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেহাদ আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এনামুল হক শামীম, যুব বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর ও ছাত্র বিষয়ক সম্পাদক মেশকাত আহমেদ শাহীন।

গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন ।

আপনার মন্তব্য

আলোচিত