মাধবপুর প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর, ২০২৩ ২০:১৫

মাধবপুরে পিপিআর রোগ নির্মূলে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন

হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনীতে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ছাগল/ভেড়ার পিপিআর রোগ নির্মূলে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে চৌমুহনী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে ছাগল/ভেড়ার পিপিআর রোগের টিকাদান ক্যাম্পেইন প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রাণী সম্পদ  অফিসার ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস।

উপজেলা প্রাণী সম্পদ অফিসার ড. মো. আব্দুস ছাত্তারের বেগের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান, চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, ইউ/পি সদস্য আব্দুর রউফ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত