৩০ সেপ্টেম্বর, ২০২৩ ২১:১৫
সিলেটে ছাত্র ইউনিয়নের একংশের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ সম্মেলন অনুষ্টিত হয়।
সিলেটে ছাত্র ইউনিয়ন দুটি ধারায় বিভক্ত। একটি অংশ শনিবার সম্মেলন করে। তবে ছাত্র ইউনিয়নের অপর অংশ এক বিবৃতিতে এই সম্মেলনক ভুয়া দাবি করেছে।
শনিবার সম্মেলন পরবর্তী কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মনীষা ওয়াহিদকে সভাপতি এবং মাশরুখ জলিলকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত নেতৃত্বকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল।
বিকাল ৩টায় জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড বেদানন্দ ভট্টাচার্য। সিলেট জেলা জাসসের সভাপতি লোকমান আহমদ। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সংগঠনের আহবায়ক মনীষা ওয়াহিদের সভাপতিত্বে এবং সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব মাশরুখ জলিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাসান, সিপিবি নেতা কমরেড আনোয়ার হোসেন সুমন, চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক শ্রমিকনেতা সবুজ তাঁতী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক মেঘমল্লার বসু, সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল, সাবেক ছাত্রনেতা তুহিন কান্তি ধর, সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক কে এম আব্দুল্লাহ আল নিশাত, শাবিপ্রবির ছাত্রনেতা প্রান্তিক দীপম, এমসি কলেজের ছাত্রনেতা শিপলু শর্মা, মদনমোহন কলেজের ছাত্রনেতা শাহীনুর রহমান, সিলেট সরকারি কলেজের ছাত্রনেতা মাহিদুল ইসলাম, খাদিম চা-বাগানের ছাত্রনেতা আসমা বেগম, লালাখাল চা-বাগানের ছাত্রনেতা সন্ধ্যা বাড়াইক, জাফলং চা-বাগানের ছাত্রনেতা ঋতিক নায়েক প্রমুখ।
কমরেড সাজ্জাদ জহির চন্দন তার বক্তব্যে বলেন, ভোটচোরদের এই সরকারকে প্রতিহত করতে সকলকে একই লড়াইয়ে সামিল হতে হবে। মেঘমল্লার বসু তার বক্তব্যে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে সরকার যে দমন-পীড়নের দৃষ্টান্ত তৈরী করেছে, শুধু আইনের নাম পাল্টানোর মাধ্যমেই সেই কলঙ্কের ইতিহাস চাপা দেওয়া যায় না।
তামজিদ হায়দার চঞ্চল তার বক্তব্যে বলেন, ছাত্র ইউনিয়ন ১৯৫২ সালের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া সংগঠন। ছাত্র ইউনিয়ন নিজের সংগ্রাম অব্যাহত রাখবে, যেই সংগ্রামের ইতিহাস ছাত্র ইউনিয়নের সাত দশকের ইতিহাস। সমাপনী বক্তব্যে সমাবেশের সভাপতি মনীষা ওয়াহিদ বলেন, ইতিহাসের ফিনিক্স পাখি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন । কোনো অপশক্তিরই এতো সাহস কিংবা শক্তি নেই, যে এই সংগ্রামের ইতিহাসকে কিংবা বর্তমানকে অস্বীকার করতে পারে।
উদ্বোধনী পর্ব শেষে নবিনির্বাচিত নেতৃত্বকে পরিচিত করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি প্রণব কুমার দেব। এসময় সংগঠনের প্রাক্তন-বর্তমান সদস্যবৃন্দের পুনর্মিলনে মুখরিত হয়ে উঠে শহীদ মিনার প্রাঙ্গন। পরবর্তীতে সাংস্কৃতিক ইউনিয়নের বন্ধুদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য