জুড়ী প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর, ২০২৩ ২২:৫৫

জুড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ বিক্রির অভিযোগ

মৌলভীবাজারের জুড়ীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ ওঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের জালালপুর হাজী কমর উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইটি গাছ প্রধান শিক্ষক ফুলবান বেগম কোনো ধরনের নিলাম ছাড়াই বিক্রি করে দিয়েছেন। প্রধান শিক্ষকের এমন কাণ্ডে হতবাক এলাকার মানুষ। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবকসহ স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের জায়গা থেকে সদ্য কাটা দুইটি গাছের গুড়ি রয়েছে। গাছগুলো এলাকার সাতির মিয়া নামের একজনের কাছে বিক্রি করা হয়েছে। তিনি গত মঙ্গলবার শ্রমিক দিয়ে গাছগুলো কেটে বাড়িতে নিয়েছেন।

জানতে চাইলে সাতির মিয়া বলেন, ‘বিদ্যালয়ের জায়গায় রাস্তার পাশে উদাল ও মাল্লি নামক দুইটি গাছ ছিল। যেগুলো রাস্তার ওপর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে এলাকার মানুষ প্রধান শিক্ষককে বললে তিনি গাছগুলো বিক্রির উদ্যোগ নেন। গাছগুলো আমি শ্রমিক দিয়ে কাটিয়ে বাড়িতে নিয়েছি। প্রধান শিক্ষককে বলেছি, অফিসিয়াল জামেলা তিনি সমাধান করতে। টাকা পরবর্তীতে প্রধান শিক্ষককে প্রদান করবো।’

আজিজুর রহমান নামের একজন জানান, গাছগুলো একবারে রাস্তার উপরে। গাছগুলো পড়ে পাশে থাকা মসজিদের দেওয়াল ও গেইট ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে প্রধান শিক্ষিকা এগুলো বিক্রি করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, প্রধান শিক্ষিকার বাড়ি পাশে হওয়ার কারণে সব কিছু তার ইচ্ছে মত হয়। কেউ প্রতিবাদ করলে উল্টো তাদেরকে হুমকি দেওয়া হয়। অনেক অভিভাবকদের সাথে তিনি অনেকবার দুর্ব্যবহার করেছেন। অভিযোগ করেন এ অভিভাবক।

এ ব্যাপারে প্রধান শিক্ষক ফুলবান বেগম গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রায় বছর খানেক আগে বিল্ডিং-এর কাজের সময় গাছগুলো নিলাম হয়েছিল।’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন ভূইয়া জানান, তিনি প্রশিক্ষণে আছেন। এ ব্যাপারে কিছুই জানেন না। জেনে ব্যবস্থা নিবেন।

আপনার মন্তব্য

আলোচিত