কমলগঞ্জ প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি , ২০২৪ ১৭:১৪

কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমির আনুষ্ঠানিক ফলক উন্মোচন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে নারী শিক্ষা প্রসারের লক্ষে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি নামে একটি প্রতিষ্ঠানের নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জোনাকি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের পরিচালক সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সমাজকর্মী মিজানুর রহমান মিস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, অবসরপ্রাপ্ত শিক্ষক ফয়জুর রহমান চৌধুরী, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের পরিচালক আতিকুর রশিদ চৌধুরী (সিপার), সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমিন মিল্টন, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, রিপন ইসলাম ময়নুল, শহীদ নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল, সাংবাদিক পিন্টু দেবনাথ, সমাজসেবক আনোয়ার খান, সোলোমান আহমদ, কবি জয়নাল আবেদীন, সাংবাদিক মাহিদুল ইসলাম, সমাজসেবক রেনু মিয়া, রুহিন উদ্দিন চৌধুরী, শাহজান আলী রাজু, সাংবাদিক তানভীর চৌধুরী, সমাজসেবক রেজাউল করিম লাভলু, সিপার আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমির নামফলক উন্মোচন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত