বিয়ানীবাজার প্রতিনিধি

২৮ মার্চ, ২০২৪ ০১:১৭

বিয়ানীবাজার প্রেসক্লাবের আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

বুধবার পৌরশহরের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট এবং পরবর্তী সময়ে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের নানা দিক তুলে ধরেন।

বক্তারা বলেন, শোষণ-নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতা ছিল বাঙালির অন্যতম দাবি। আর সেই দাবি বাস্তবায়নে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন দেশের নিরীহ জনতা। দেশ মাতৃকার মুক্তির জন্য ৯ মাসের লড়াই-সংগ্রাম বাঙালির বীরত্বকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করেছে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান শাহরিয়ারের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়ের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক-সুজন উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আমান উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. আবুল কাশেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম।

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য মো. জাকির হোসেনের সহযোগিতায় অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্বে দোয়া পরিচালনা করেন সময়চিত্র পত্রিকার সম্পাদক ফয়জুল হক শিমুল।

প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্যের মায়ের আশু সুস্থতা কামনা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত