জুড়ী প্রতিনিধি

২৮ মার্চ, ২০২৪ ১৯:২২

জীববৈচিত্র্য রক্ষায় প্রশিক্ষণ কর্মশালা

জীবন মানের উন্নয়ন ও হাকালুকি হাওরে জীববৈচিত্র্য রক্ষায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার জুড়ী উপজেলা হলরুমে এনজি ও সংস্থা নব পল্লবের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নব পল্লব এর গবেষক অনুপম হালদারের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি)সানজিদা আক্তার, মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সমকাল প্রতিনিধি মো বেলাল হোসাইন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের চিকিৎসক ফারহানা রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো আনোয়ার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মিজানুর রহমান,সমাজ সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সহকারী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান,নব পল্লব সংস্থার মাঠ কর্মী ইহসান জীবন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত