সিলেটটুডে ডেস্ক

০৩ এপ্রিল, ২০২৪ ০১:৪৩

ব্যাটারি রিকশার ব্যাটারি-মটর খুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

সিলেট মহানগর ট্রাফিক কর্তৃপক্ষ কর্তৃক ব্যাটারি রিকশা থেকে ব্যাটারি-মটর খুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার এবং আটককৃত ব্যাটারি রিকশা মটর-ব্যাটারিসহ ছেড়ে দেওয়ার দাবিতে বুধবার (৩ এপ্রিল) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হবে।

এদিকে অবস্থান কর্মসূচি সফল করার জন্য ১ এপ্রিল রাত ১১টায় আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ে মহানগর শাখার উদ্যোগে জরুরী কর্মীসভা অনুষ্ঠিত হয়।

রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ইয়াছিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য দেন রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জেলা আহ্বায়ক আবু জাফর, রিকশা -ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল, সহ সভাপতি শহিদ মিয়া, মোহসিন আহমদ, সংগ্রাম পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক বেলাল হোসেন, মামুন বেপারি, হারুন মিয়া, জুয়েল আহমদ, অভি ইসলাম, বিলাল আহমদ, ফখরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত