সুনামগঞ্জ প্রতিনিধি

১৭ এপ্রিল, ২০২৪ ২০:০৯

জমি নিয়ে ঝগড়ার জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সুনামগঞ্জের জামালগঞ্জে মায়ের জমি নিয়ে কথা কাটাকাটির জের ধরে ছোট ভাইয়ের মারপিটে বড় ভাই খুন হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামের আমপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম হাফিজ উল্লাহ (৩০), তিনি কলকতখাঁ গ্রামের মৃত রাশিদ উল্লাহ’র ছেলে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একই গ্রামের ইকবাল হোসেনের ছেলে আ. লতিফ (২৭) ও আবু সায়েম (১৮) কে আটক করেছে পুলিশ। আটককৃতরা নিহতের ছোট ভাই রায়হান মিয়ার শ্যালক ও সমন্দী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কলকতখাঁ গ্রামের মৃত মৃত রাশিদ উল্লাহ’র ৫ ছেলে। তাদের মায়ের নামে কিছু জমি রয়েছে। মা যে ছেলের সাথে বসবাস করেন সেই ছেলে তার জমি চাষাবাদ করেন। মায়ের জমি নিয়ে মঙ্গলবার রাতে ভোট ভাই রায়হান মিয়া ও তার বড় ভাই হাফিজ উল্লাহ’র মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে এর জের ধরে রায়হান মিয়া ও তার শশুর বাড়ির লোকজন হাফিজ উল্লাহকে মারপিট করে। এতে হাফিজ উল্লাহ’র মৃত্যু হয়। খবর পয়ে পুলিশ গতকাল বুধবার নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত রায়হান মিয়ার এক শ্যালক ও এক সমন্দীকে আটক করে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন,‘ মায়ের জমি নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির জের ধরে ছোট ভাইয়ের মারপিটে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের আটক করার চেষ্টা চলছে।’

আপনার মন্তব্য

আলোচিত