সিলেটটুডে ডেস্ক

৩১ জানুয়ারি, ২০১৬ ০০:৫৬

রাজন হত্যামামলা তদন্ত: ২ পুলিশ কর্মকর্তা পুরষ্কৃত

সিলেটে শিশু সামিউল আলম রাজনের হত্যাকাণ্ডের মামলার তদন্তে 'বিশেষ কৃতিত্ব' দেখানোয় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দুই কর্মকতাকে ‘পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদক’ দেয়া হয়েছে।

তদন্তে কৃতিত্বের জন্য ডিবির পরিদর্শক সুরঞ্জিত তালুকদার ও সহকারী কমিশনার গোপাল চক্রবর্তী আইজিপি পুরস্কার পেয়েছেন। সুরঞ্জিত তালুকদার রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক তাঁদের কাছে এই পদক তুলে দেন।

সিলেট নগরীর উপকণ্ঠের কুমারগাঁওয়ের ‘চুরি’র অপবাদে গত বছরের ৮ জুলাই শিশু সামিউল আলম রাজনকে (১৩) পিটিয়ে হত্যা করা হয়।

এর পর গত বছরের ৮ নভেম্বর সিলেটের মহানগর দায়রা জজ আদালত রাজনকে (১৩) পিটিয়ে হত্যায় মামলার প্রধান আসামি কামরুল ইসলামসহ চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

রায়ে মামলার ১৩ আসামির মধ্যে খালাস পান তিনজন। কামরুলের তিন ভাইয়ের হয় সাত বছর করে কারাদণ্ড। বাকিদের মধ্যে এক জনের যাবজ্জীবন এবং দুজনের এক বছরের করে কারাদণ্ড হয়।

রায়ে এক বছর করে কারাদণ্ডাদেশ পাওয়া দুজনকে এক হাজার টাকা করে এবং দণ্ডপ্রাপ্ত অন্যদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাদের আরো দুই মাস কারাদণ্ডাদেশ ভোগ করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত