ছাতক প্রতিনিধি

০৩ আগস্ট, ২০২৫ ১৩:৫২

‘আ.লীগ ১০ বছর পরে হলেও ফিরবে, সমন্বয়ক-জামায়াত কেউ বাঁচাতে পারবে না’

ফোনে ছাতক থানার ওসিকে হুমকি

সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দকে ভারতীয় মোবাইল ফোন নম্বর থেকে বার্তা পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভারতীয় মোবাইল নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল ও মেসেজের মাধ্যমে তাকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান ওসি।

ওসি মোখলেছুর রহমান জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে হঠাৎ হোয়াটসঅ্যাপে একটি কল ও বার্তা আসে। এতে বলা হয় : ‘আওয়ামী লীগ হারায় নাই, আওয়ামী লীগ ১০ বছর পরে হলেও ফিরবে। বিষয়টা মাথায় রাখেন। দিন ঘুরলে বাংলাদেশের যেখানেই থাকেন ধরা হবে। সমন্বয়ক-জামায়াত কেউ বাঁচাতে পারবে না, মাইন্ড ইট।’

কল রিসিভ করে কথা বলার পর ওসি হুমকিদাতাকে পরিচয় প্রকাশ করার আহ্বান জানালে জবাবে হুমকিদাতা বলেন, ‘সময়মতো সামনে এসেই পরিচয় দেব।’

এরপর তিনি নিজেই কল কেটে দেন বলে জানান ওসি।

এ ব্যাপারে ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, বিষয়টি যথাযথভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত