০৫ আগস্ট, ২০২৫ ২২:১৬
জুলাইযোদ্ধাকে লাঞ্চিতের প্রতিবাদে নগরে বিক্ষোভ করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল
সিলেটে ‘জুলাই গণ-অভ্যুত্থান-২০২৪-এর শহীদ পরিবরের সদস্য ও জুলাইযোদ্ধাদের সম্মেলন’ অনুষ্ঠান থেকে আহত এক ‘জুলাইযোদ্ধা’কে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে।
সেলিম আহমদ নামের ওই ‘জুলাইযোদ্ধার’ অভিযোগ তাকে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সিলেট শিল্পকলা একাডেমিতে এই সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে নগরে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।
‘জুলাইযোদ্ধা’ সেলিম আহমদ (৪০) জানান, সকালে জেলা প্রশাসনের আমন্ত্রণে তিনি অনুষ্ঠানস্থলে যান। অনুষ্ঠানস্থলে বসা অবস্থায় পাশের একজন যুবক ‘জুলাইযোদ্ধা’ নিয়ে তীর্যক মন্তব্য করছিলেন। তিনি তাকে এমন মন্তব্য বন্ধ করতে বললে কথা-কাটাকাটি শুরু হয়।
সেলিম আরও জানান, এ সময় এনসিপির নেতা আবু জাফর মো. জাবুর সেখানে উপস্থিত হয়ে কোনো কিছু না শুনেই তাকে (সেলিম আহমদকে) তার আসন থেকে উঠিয়ে, ধাক্কা দিয়ে হল থেকে বের করে দেন।
অভিযোগ প্রসঙ্গে আবু জাফর মো. জাবুর জানান, তিনি অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আমন্ত্রিত ছিলেন। ঘটনার সময় দুপক্ষের মধ্যে মারামারির পরিস্থিতি তৈরি হলে তিনি পরিবেশ শান্ত রাখতে একজনকে বের করে দেন।
এদিকে জেলা প্রশাসকের দপ্তরে যোগাযোগ করা হলে, তাঁর সরকারি নম্বরে ফোন রিসিভ করেন সিলেটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার।
তিনি জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে চোখে পড়েছে এবং পুরো ঘটনা তিন-চার মিনিটের মধ্যেই ঘটে যায়। আয়োজকদের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছিল।
তিনি আরও বলেন, বিকেলে এ ঘটনায় যে প্রতিবাদ হয়েছে, সে বিষয়টি তারা জেনেছেন এবং বিরোধ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা জেলা প্রশাসন নেবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, অভিযুক্ত আবু জাফর মো. জাবুর সিলেটে জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে প্রাণ হারানো শহীদ আবু তাহের মো. তুরাবের ভাই।
অন্যদিকে লাঞ্ছিত সেলিম আহমদ সিলেট স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জুলাই আন্দোলনে তিনি চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারান।
তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চোখ হারানো সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সেলিম আহমদকে লাঞ্চিত করে জেলা প্রশাসক আয়োজিত অনুষ্ঠান থেকে বের করে দেওয়ায় সিলেট নগরীতে তাৎক্ষনিক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা করে স্বেচ্ছাসেবক, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
মিছিলটি সিলেট তামাবিল সড়কের বিরতী পেট্রোল পাম্পের সামন থেকে শুরু হয়ে নাইওরপুল পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ করে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছর খান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাহুল কবির মিফতা, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, সাবেক ছাত্রদল নেতা সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরেফিন ফয়সল, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুমিন, রুনু আহমদ, সৈয়দ সরওয়ার রেজা, সিলেট জেলা ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, কয়েস আহমদ, রজব আহমদ, সহ-সাধারণ সম্পাদক খান মো. তাইফুর, রিপন চৌধুরী, সিলেট মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, জাহাঙ্গীর মিয়া, সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন আয়োজিত একটি অনুষ্ঠানে চোখ হারানো জুলাই যোদ্ধা সেলিমকে লাঞ্চনাকারী বটবাহিনীর সদস্য, খুনি শেখ হাসিনার হাত থেকে অনুদানের টাকা গ্রহণকারী দুষ্কৃতিকারী জাবুর ও তার সহযোগিদের ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে নিজেদের অনুষ্ঠানে একজন জুলাই যোদ্ধাকে নিরাপত্তা প্রদানে ব্যর্থতার জন্য প্রশাসনকে দু:খ প্রকাশের আহবান জানানো হয়। অন্যথায় এই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে।
আপনার মন্তব্য