১৪ আগস্ট, ২০২৫ ১৩:৫৪
সিলেটে মাদ্রাসা শিক্ষক মাওলানা জুবায়ের আহমেদকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নয়ন আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতেই অভিযান চালিয়ে নগরের আখালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ।
নয়ন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। ওসি জানান, এখন পর্যন্ত পাওয়া ডকুমেন্ট অনুযায়ী নয়নের বয়স ১৬ বছরের মতো। আমরা আরও তথ্য যাছাই বাছাই করছি।
এ ঘটনায় বুধবার রাতেই নিহতের ছেলে বাদী হয়ে নয়নকে অভিযুক্ত করে মামলা করেন।
এরআগে বুধবার সকালে মাদ্রাসায় যাওয়ার সময় ছুরিকাঘাতে খুন করা হয় মাওলানা জুবায়ের আহমদ (৪৫) কে। তিনি আখালিয়া বড়গুল গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে ও ডলিয়া এলাকার ডা. তানজিনা আহমদ দাখিল মাদরাসার সুপার।
আর অভিযুক্ত নয়ন নিহতের শ্যালক পুত্র।
পুলিশ জানায়, মাওলানা জুবায়ের আহমদের স্ত্রীর বড় ভাই আল-আমিনের ছেলে নয়ন আহমেদ এলাকায় বখাটে হিসেবে পরিচিত। এ নিয়ে বিভিন্ন সময় নয়নকে শাসাতেন মাওলানা জুবায়ের। বুধবার মাদরাসায় যাওয়ার সময় রাস্তায় নয়ন ময়লা পানি ছুঁড়ে মারে তার ফুফার গায়ে। এতে মাওলানা জুবায়েরের কাপড় নোংরা হয়ে যায়। বিষয়টি তিনি ফোনে পরিবারকে জানান। এরপর তিনি মাদরাসার উদ্দেশ্যে হাঁটতে থাকলে পেছন থেকে এসে নয়ন উপর্যুপরি ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ জানান, ‘চালচলন ভাল না হওয়ায় কিছুদিন আগে মাওলানা জুবায়ের তার ছেলের সাথে নয়নকে মিশতে নিষেধ করেন। বুধবার মাদরাসায় যাওয়ার পথে প্রথমে সে পানি নিয়ে মাওলানা জুবায়েরের কাপড় নোংরা করে এবং পরে তাকে ছুরিকাঘাত করে খুন করে।’
আপনার মন্তব্য