১৪ আগস্ট, ২০২৫ ২৩:০৯
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের গ্রামে চার বছরের শিশু ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ১১টার দিকে ইউনিয়নের কার্ত্তিকপুর(শান্তিপুর) গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, শিশুটি তার সহপাঠীর সাথে পাশের বাড়িতে খেলতে ধর্ষনের শিকার হয়।
ওই শিশুর চাচী তাসলিমা বেগম জানান, শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলে ঘটনা খুলে বলে। তখন আমরা তাকে দিরাই হাসপাতালে ২ টার দিকে নিয়ে আসি। হাসপাতালের চিকিৎসক মনি রানী দাসের পরামর্শে সুনামগঞ্জ সদর হাসপাতালে যাই। ভিকটিমের অবস্থা আশংকাজনক থাকায় দিকে তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আমরা এখন সিলেটের উদ্দেশ্যে গাড়িতে আছি।
তিনি আরও বলেন, অভিযুক্ত এমরান মিয়া তার বোনের বাড়ি বেড়াতে আসছিল।
অভিযুক্ত তাড়ল ইউনিয়নের সন্তোষপুর কারারপার গ্রামে এমরান মিয়া(১৫) মেতু মিয়ার ছেলে বলে জানা যায়। বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। এমরানসহ বোনের জামাইকে ফোন পাওয়া যাচ্ছে না।
পুলিম জানায়, ধর্ষনের খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় সেখানে গিয়ে জানতে পারে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যপারে ইউপি সদস্য সাহাব উদ্দিন জানান, গ্রামের লোকজন মুখ খুলছেন না। শুনছি শিশুটি এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আপনার মন্তব্য