মাধবপুর প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৩২

‘অভাবের কারণে’ বিষপানে প্রতিবন্ধি ছেলেসহ মায়ের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মা ও ছেলের বিষপানে মৃত্যুর খবর পাওয়া গেছে।  সোমবার সকাল ১০টার দিকে উপজেলার গোয়ালনগর গ্রামে এ ঘটনা ঘটে।

সুরাতহালে বিষপানের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- গোয়ালনগর গ্রামের প্রয়াত প্রফুল্ল দাসের স্ত্রী যোগমায়া দাস এবং তার প্রতিবন্ধী ছেলে পলাশ দাস।

গোয়ালনগর গ্রামের ইউপি সদস্য আবিদ মিয়া বলেন, কয়েক বছর আগে যোগমায়ার স্বামী প্রফুল্ল দাস মারা যান। এরপর থেকে অভাব-অনটনে জর্জরিত ছিল পরিবারটি। সম্ভবত অভাবের কারণে এ পথ বেছে নিয়েছেন মা-ছেলে।

তিনি আরও জানান, প্রফুল্ল দাসের পাঁচ ছেলের মধ্যে চারজন নিজ নিজ পরিবার নিয়ে আলাদা থাকেন। ফলে বৃদ্ধা যোগমায়া দাস প্রতিবন্ধী ছেলেকে নিয়ে থাকতেন।

প্রতিবেশীদের অনেকে জানান, অভাবের চাপ, একাকিত্ব ও হতাশা তাদের জীবনের ইতি টেনে দিল। দীর্ঘদিন ধরে মা-ছেলে দু’জনই মানবেতর জীবনযাপন করছিলেন।

মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ-উল্লা বলেন, এটি সত্যিই দুঃখজনক ঘটনা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

আলোচিত