
০৮ অক্টোবর, ২০২৫ ০৯:৩১
হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের সদস্যরা। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ পৌর শহরতলীর রুদ্রগ্রাম রোড এলাকায় এ-ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থানার এসআই (উপপরিদর্শক) মেহেদীর নেতৃত্বে এসআই মাইনুল ও এএসআই মোশাররফসহ একদল পুলিশ চোরাই মোবাইল উদ্ধারে অভিযান পরিচালনা করছিলেন। অভিযানের একপর্যায়ে পূর্বপ্রস্তুত থাকা চোরচক্রের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিকভাবে পুলিশের ওপর হামলা চালায়। এতে অন্তত ৬ জন পুলিশ সদস্য আহত হন।
আহতদের মধ্যে কনস্টেবল ইমরান গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের ওপর হামলার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে। তবে আটককৃতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাকারীদের কেউই ছাড় পাবে না। ঘটনাটির সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
আপনার মন্তব্য