২৮ অক্টোবর, ২০২৫ ১৯:৩২
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে দালালচক্রের ৯ সদস্যকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়া এ দণ্ডাদেশ দেন।
এর আগে সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ও র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের সদস্যদের আটক করে।
সাজার আদেশপ্রাপ্তরা হলেন- অসিত দাস, রমিজ আলী, কামাল শাহ, আসাদুজ্জামান, মোহাম্মদ কাওসার, জিলু মিয়া, আব্দুল খালেক, সৌরভ রায় ও নিতু ঘোষ। তারা হবিগঞ্জ সদর, বানিয়াচং, আজমিরীগঞ্জ, চুনারুঘাট ও সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।
জানা যায়, হাসপাতালের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে শহরে গড়ে উঠেছে একাধিক বেসরকারি ক্লিনিক ও ফার্মেসি। প্রতিদিন দালালচক্র রোগীদের এসব ক্লিনিকে নিয়ে গিয়ে পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায় করে। নির্দিষ্ট ফার্মেসিতে নিয়ে গিয়ে ওষুধ বিক্রির ক্ষেত্রেও তারা প্রভাব খাটায়। এসব ফার্মেসি নিজেদের বিক্রি বাড়াতে নিয়োগ দিয়েছে নিজস্ব দালালও।
দালালদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন রোগী ও তাদের স্বজনরা। প্রতিদিন প্রতারিত হচ্ছিলেন বিভিন্ন গ্রাম থেকে আসা সহজ-সরল মানুষ। অনেক ক্ষেত্রেই দালালচক্রের খপ্পরে পড়ে রোগীর প্রাণহানির ঘটনাও ঘটেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়া বলেন, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ধারায় নয়জনের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে সবাই অর্থদণ্ডের টাকা পরিশোধ করেছেন।
আপনার মন্তব্য