২৯ অক্টোবর, ২০২৫ ০১:১৫
ছবি: সংগৃহীত
ঐতিহাসিক পল্টন হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর) মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে অতিথি বৃন্দসহ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন।
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলার সেক্রেটারী আব্দুল বাছিত-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলার নায়েবে আমীর ফয়ছল আহমদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও ফিলিপাইনের ক্রিস্টিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলার নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলার সাবেক আমীর এমাদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলার বায়তুলমাল সেক্রেটারি হাজী হেলাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলার অফিস সেক্রেটারি মো. কামাল উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুজাহিদুল ইসলাম, রবিউল ইসলাম সুহেল, মো. আব্দুস সামাদ, অধ্যাপক আব্দুল মুহাইমিন, জুবের আহমদ এবং শুরা সদস্য মাওলানা আলীম উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য