৩০ অক্টোবর, ২০২৫ ১৪:৫৫
সিলেট নগরী থেকে জুয়া খেলার অভিযোগে ১৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অনলাইনে তীর-শিলং জুয়া খেলার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে কোতোয়ালি থানার চালিবন্দর এলাকায় সবজি বাজারের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নাসিম মিয়ার মালিকানাধীন একটি দোকান থেকে তাদের আটক করা হয়েছে।
তারা হলেন, সিলেট নগরীর কোতোয়ালি থানার মাছিমপুর এলাকার মোকাদ্দেস আলীর ছেলে রাজু আহমদ (২৮), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার এলাকার আবুল হোসেনের ছেলে ও সিলেট নগরীর ছড়ারপাড়ের বাসিন্দা ইদ্দিস আলী (৩৫), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার খইড়া গ্রামের উমেশ করের ছেলে ও সিলেটের কদমতলীর বালুর মাঠ এলাকার পুলিন কর (৫২), সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার জয়নাল আবেদিনের ছেলে ও দক্ষিণ সুরমার বরইকান্দির বাসিন্দা মিজান আলী (২৭), দক্ষিণ সুরমার জৈনপুর শিবপুর এলাকার মানিক মিয়ার ছেলে বাদল (৩৫), রংপুরের পাঠগ্রাম থানার ধর্মগ্রাম এলাকার আতিয়ার মিয়ার ছেলে ও সিলেট নগরীর কাচাবাজার এলাকার লাবলু হোসেন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা গ্রামের হাসান আলী শিকদারের ছেলে ও সিলেট নগরীর ফুলতলী মাদ্রাসার পেছনের কাচাবাজার এলাকার আব্বাস উদ্দিন (২৫), সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলপাড় এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ও মেন্দিবাগ এলাকার মোস্তাক আহমেদ (৪০), দক্ষিণ সুরমার মমিনখলা এলাকার মৃত আব্দুছ ছালামের ছেলে বদরুল ইসলাম (৪২), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের মহব্বত আলীর ছেলে ও সিলেট নগরীর ছড়ারপাড় বউবাজার এলাকার আল-ইসলাম (৩১), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জিবদারা গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে ও সোবহানিঘাটের নওয়াব আলী মার্কেট এলাকার সেজু রহমান (৪০), সুনামগঞ্জের দিরাই উপজেলার সারংপাশা গ্রামের মুকন্দ দাসের ছেলে ও ভাতালিয়া এলাকার মুকুল দাস (৪৪), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চত্রখোলা গ্রামের জাকির হোসেনের ছেলে ও সিলেট নগরীর ছড়ারপাড় এলাকার লিয়াকত আহমদ (১৮), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঢুলিয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে ও সিলেট নগরীর নয়াসড়ক এলাকার মিজান আহমদ (২৮), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের মো. ইসরাফিলের ছেলে ও ছড়ারপাড় এলাকার রবি আউয়াল (২০)।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মন্তব্য