গোলাপগঞ্জ প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২৫ ১৫:০২

সিএনজি তল্লাশী করে মিলল ৩ হাজার ৮০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ২

গোলাপগঞ্জে ৩হাজার ৮০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে করেছের‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের চৌধুরী বাজারের সামনে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো ঢাকাদক্ষিণ ইউনিয়নের মধ্যকানিশাইল গ্রামের মৃত লুৎফুর রহমানের পুত্র মোঃ সাইফুল ইসলাম (৪০) ও একই ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রামের ফিরোজ আলীর ছেলে মোঃ নাজিম উদ্দিন (২৫)।

এসময় তাদের কাছে থাকা ১৯টি লাল রংয়ের বায়ুরোধক পলিজিপারযুক্ত প্যাকেটের ভিতর থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৪০হাজার টাকা।

র‍্যাব জানায়, বুধবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার শ্রীরামপুর বাইপাসে অবস্থান করা কালে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে একটি সিএনজি অটোরিকশা দিয়ে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা বহন করে বাইপাস রোড দিয়ে সিলেট জেলার গোলাপগঞ্জ এলাকার দিকে যাচ্ছে।

তাৎক্ষণিক র‍্যাব উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের চৌধুরী বাজারের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি করলে সিএনজিতে থাকা গ্রেপ্তারকৃত দুজন পালানোর চেষ্টা করে। এরপর তাদের তল্লাশি করে ৩ হাজার ৮০০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা র‍্যাবকে জানায়, তারা সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত