সিলেটটুডে ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৬ ১২:১৫

নারীদের স্বাবলম্বী করতে বিশেষ সহায়তা দেওয়া হবে: মুক্তাদির

ছবি: সংগৃহীত

তৃণমূল ও গ্রামীণ শ্রমজীবী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামেলি কার্ডের মাধ্যমে বিশেষ সহায়তা দেওয়া হবে বলে মতবিনিময় সভায় জানান খন্দকার আব্দুল মুক্তাদির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ জানুয়ারি) নগরীর ১৪নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম মুনিমের সার্বিক তত্ত্বাধানে এবং ১৪নং ওয়ার্ড মহিলা দল ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তাদির বলেন,নারীদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য। প্রত্যেক গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে যাতে মা ও শিশুদের সামান্য অসুস্থতায় দূরে হাসপাতালে ছুটতে না হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার 'পল্লি চিকিৎসক' ব্যবস্থার আদলে এই সেবা পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারী ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। আইনের কোনো ফাঁকফোকর দিয়ে যাতে অপরাধীরা পার না পায়, সেদিকে কঠোর নজর রাখা হবে। বিএনপি নারীদের ঘরে আটকে রাখায় বিশ্বাসী নয়, বরং কর্মক্ষেত্রে তাদের অধিকার নিশ্চিত করতে চায়।

১৪নং ওয়ার্ড বিএনপির মহিলা আহ্বায়ক রাজিয়া সুলতানা সাবানার সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুমের পরিচালনায় মতবিনিময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ১৪নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলাম মুনিম, সিলেট ওমেন্স চেম্বার এন্ড কমার্সের সহ-সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সেন্টার কমিটি, ছড়ারপাড় কমিটি ও নাগরিক কমিটির আহ্বায়ক আলী আশরাফ চৌধুরী খালেদ।

সভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন মো: উসমান রব্বানী।
অতিথিদের পাশাপাশি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দিপন, সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান জনি, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মুমিনুর রহমান তানিম, সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুল হাসিম জাকারিয়া, সাবেক ছাত্রনেতা ইসতিয়ার হোসেন আরাফাত, নিহির মিয়া, জাহাঙ্গীর খাঁন, কয়েছ বক্স, রেবা আক্তার প্রমুখ।

মতবিনিময় সভায় ১৪নং ওয়ার্ড মহিলা দলের নেত্রীবৃন্দ এবং নাগরিক কমিটির সদস্যসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত