নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি , ২০১৫ ০৯:৫৩

সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের প্রভাত ফেরি

সিলেটের আকাশে সূর্যোদয়ের আগেই একুশের গানের সুরে প্রভাতফেরী শুরু করে সম্মিলিত নাট্য পরিষদ। খালি পায়ে প্রভাতফেরীতে অংশ উদিচি, নগরনাট, উর্ব্বশীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরাও । নগর পরিক্রমা শেষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সিলেটের একুশের অনুষ্ঠানমালায় উল্লেখযোগ্য অয়োজনটি ছিলো শ্রুতি’র উদ্যোগে বর্ণমালার মিছিলে । গৌরবের বাংলা বর্ণমালা হাতে নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন শ্রুতির সদস্যরা। শেষে শ্রদ্ধার্ঘ্য জানান কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে।

মনিপুরীসহ সকল আদিবাসীদের ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবী নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য জানায় সিলেটের মনিপুরী সম্প্রদায়ের লোকজন। মনিপুরীদের ঐতিহ্যবাহী সাজে শিশু-তরুন-তরুনীরা অংশ নেন শোভাযাত্রায়।

এছাড়াও ভোর থেকেই জেলা প্রশাসনসহ সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ জানান ভাষা শহীদদের প্রতি।

আপনার মন্তব্য

আলোচিত