সিলেটটুডে ডেস্ক

০৫ মার্চ, ২০১৬ ১৮:০৪

সিসিকের ট্রেড লাইসেন্স সংক্রান্ত ওয়ান স্টপ সার্ভিস ৮ ও ৯ মার্চ

ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিলেট মহানগরীর যেসব ব্যক্তি-প্রতিষ্ঠান এখনও ট্রেড লাইসেন্স গ্রহন করেননি কিংবা নবায়ন করেননি তাদের লাইসেন্স সহজে প্রাপ্তির লক্ষ্যে আগামী ৮ মার্চ মঙ্গলবার এবং ৯ মার্চ বুধবার সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে দুইদিনব্যাপী ট্রেড লাইসেন্স প্রদানে ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম চালু থাকবে।

সিলেট সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখা জানায়, এই ওয়ান স্টপ সার্ভিসে ফি জমা প্রদান পূর্বক ঐদিন সাথে সাথে ট্রেড লাইসেন্স প্রদান করা হবে এবং একই সাথে কর ধার্য্য ও হোল্ডিং ট্যাক্স বিষয়ে সেবা প্রদান করা হবে।

সিলেট সিটি কর্পোরেনের লাইসেন্স গ্রহন ব্যতীত সিটি কর্পোরেশন এলাকায় ব্যবসা পরিচালনা করা আইনত দন্ডনীয় হওয়ায়, যেসব ব্যক্তি/প্রতিষ্ঠান এখনও ট্রেড লাইসেন্স গ্রহন করেননি তাদেরকে অবিলম্বে উক্ত ওয়ান স্টপ সার্ভিস থেকে ট্রেড লাইসেন্স গ্রহন এবং কর ধার্য্য ও হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে সেবা গ্রহনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত