নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০১৬ ০২:০৫

রায়নগরে যুবলীগ নেতার হামলায় নিহত ১, শ্রমিকলীগ নেতার পুত্রসহ আহত ২

নগরীর রায়নগর এলাকায় মধ্যরাতে যুবলীগ  জামশেদ সিরাজের হামলায় বিপ্লব রায় বিকল নামে এক তরুণ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, একই ঘটনায়  শ্রমিকলীগ নেতা হরিলাল দাসের পুত্র অনন্ত লাল দাসসহ অপর দুইজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার(১৫ মার্চ) দিবাগত (১৬ মার্চ রাত) রাত ১২টায় ১৮ নং ওয়ার্ড যুবলীগের নেতা জামশেদ সিরাজ কথাকাটাকাটির জের ধরে অনন্ত ও তাঁর দুই বন্ধুকে বেধড়ক পিটিয়েছেন বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শ্রমিকলীগ নেতা হরিলাল দাস। আহত ২ জন হলেন হরিলাল দাসের পুত্র অনন্ত লাল দাস, অনন্তের বন্ধু প্রীতম দে।

আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসতাপালে ভর্তি করা হলে বিকল রাত ১টার দিকে হাসপাতালেই মারা যান।

অনন্ত ও প্রীতম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের ছাত্র এবং বিকল পেশায় একজন মুদির দোকানের কর্মচারী বলে জানা গেছে।

এ বিষয়ে মুঠোফোনে জামশেদ সিরাজের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জামশেদ সিরাজের ভাই ১৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাভেদ সিরাজ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  "আমার ভাই এই ঘটনার সাথে কোনভাবেই যুক্ত নয়, সে উল্টো আহতদের হাসপাতালে নিয়ে গেছে"।

জামশেদ সিরাজ ১৮ নং ওয়ার্ডে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, বর্তমানে তিনি যুবলীগ নেতা হিসেবে পরিচিত। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে সিলেট কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত