নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০১৬ ১৭:৩৫

বিপ্লব হত্যা: আসামীরা সরকারী দলের, তাই ধরছে না পুলিশ!

মানবন্ধনে অভিযোগ

সিলেট নগরীর রায়নগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবক খুনের ঘটনায় বিচার চেয়ে মানবন্ধন করেছেন এলাকাবাসী।

এসময় তারা অভিযোগ করেন, হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত যুবলীগ নেতা হওয়ায় পুলিশ খুনিদের আটক করতে তৎপরতা দেখাচ্ছে না। পুলিশের বিরুদ্ধে অবহেলা্র অভিযোগ তুলেন তারা।

শনিবার দুপুরে সিলেটের মিরাবাজার এলাকায় এলাকাবাসী মানববন্ধন করে বিপ্লব রায় বিকলের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা অভিযোগ করেন, বখাটে ও প্রভাবশালীদের কারণে মানসিকভাবে ভেঙে পড়া মেয়েটির শিক্ষাজীবনও শেষ হতে চলেছে। কিন্তু পুলিশ খুনিদের ধরতে তৎপরতা দেখাচ্ছে না। খুনিদের গ্রেফতার ও শাস্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন তারা।

মানববন্ধনে সিটি কাউন্সিলর জিল্লুর রহমান উজ্জ্বল, মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলাসহ স্থানীয় বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

স্কুল পড়ুয়া ভাইয়ের মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ১৬ মার্চ সিলেট নগরীর রায় নগরে বখাটে সুমন দাস, যুবলীগ নেতা জমসেদ সিরাজ ও তাদের সহযোগিদের ছুরিকাঘাতে নিহত হন বিপ্লব রায় বিকল নামের এক যুবক। এ ঘটনায় জমসেদ সিরাজসহ ৫ জনকে অভিযুক্ত করে মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

আপনার মন্তব্য

আলোচিত