নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০১৬ ২৩:০৯

বিপ্লব হত্যা : যুবলীগ নেতা জমসেদ সিরাজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সিলেট নগরীর রায়নগরে বিপ্লব রায় বিকল (৩৩) হত্যার ঘটনায় যুবলীগ নেতা জমসেদ সিরাজসহ ৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) রাত পৌনে ১টার দিকে নিহতের বড়ভাই বিশ্বজিত রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারনামীয় অপর আসামিরা হলেন- সুমন দাস, কবির আহমদ, রুবেল দাস, জুবেল মিয়া। হত্যাকাণ্ডে জড়িত জমসেদ সিরাজ আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজের ছোট ভাই।

মামলার বাদী বিশ্বজিত এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়েকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে নগরীর মিরাবাজার সানবেস্ট ফার্নিচারের দোকানে কর্মরত সুমন দাস উত্ত্যক্ত করতো। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ঘটনাটি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন বিপুল। এ কারণে মঙ্গলবার (১৫ মার্চ) রাত ১টার দিকে নগরীর রায়নগর এলাকায় এজহার নামীয় আসামিরা তাকে খবর দিয়ে এনে ছুরিকাঘাত করে হত্যা করে।

এই হামলায় আহত হন বিপুলের দুই বন্ধু অনন্ত ও প্রীতম। অনন্ত শ্রমিকলীগ নেতা হিরালাল দাসের পুত্র।

আপনার মন্তব্য

আলোচিত