বড়লেখা প্রতিনিধি :

১৭ মার্চ, ২০১৬ ১৮:৫৪

বড়লেখায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

মৌলভীবাজারের বড়লেখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোঃ. শাহাব উদ্দিন এমপি।  

শিশু সমাবেশ ও আলোচনা সভায় সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপাধ্যক্ষ হেলাল উদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, শিক্ষক মঞ্জু লাল দে, শিক্ষার্থী সারিয়া আবেদীন ইতু প্রমুখ।


আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে তিন গ্রুপে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।


এর আগে শহরে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি প্রমুখ।


আপনার মন্তব্য

আলোচিত