বানিয়াচং প্রতিনিধি

২২ মার্চ, ২০১৬ ১৬:৫৭

ইউপি নির্বাচন: বানিয়াচং এ আ’লীগ বিএনপির প্রার্থী চুড়ান্ত

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে আগামী ২৩ শে এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে।এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে আওয়ামীলীগ।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান বলেন,উপজেলা ১৪টি ইউনিয়নে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে।

তারা হলেন- বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান খান,বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নে জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য ও ছয় বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া,৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফান উদ্দিন,৫নং বানিয়াচং দৌলতপুর ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃলুৎফুর রহমান,৬নং কাগাপাশা ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এরশাদ আলী,৭নং বড়ইউড়ি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান।

৮নং খাগাউড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ শওকত আরেফীন সেলিম,৯নং পুকড়া ইউনিয়নে আওয়ামীলীগ নেতা এড.আলাউদ্দিন তালুকদার,১০নং সুবিদপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুববিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,১১নং মক্রমপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া,১২নং সুজাতপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ শামিম,১৩নং মন্দরি ইউনিয়নে জেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ সামছুল হক।

১৪নং মুরাদপুর ইউনিয়নে আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা ও ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান খানকে দলীয় ভাবে মনোনয়ন দেয়া হয়েছে।এদিকে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচন ৬ষ্ট ধাপে অনুষ্ঠিত হওয়ায় এই ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেয়া হয়নি।তবে প্রার্থী চুড়ান্ত বলে জানিয়েছেন ইকবাল হোসেন খান।

অন্যদিকে বানিয়াচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ হোসেন বকুল জানিয়েছেন,১৫টি ইউনিয়নের মধ্যে মোট ১২টিতে তাদের দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীরা হলেন,বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে বিএনপি নেতা গিয়াস উদ্দিন,২নং উত্তর-পশ্চিম ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান,৩নংদক্ষিণ-পূর্ব ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান বাবলু,৫নং দৌলতপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আঃ হাই,৬নং কাগাপাশা ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাঈনুদ্দিন মেম্বার।

৮ নং খাগাউড়া ইউনিয়নে যুবদল নেতা মোঃকামরুজ্জামান চৌধুরী,৯নং পুকড়া ইউনিয়নে জেলা ছাত্রদল নেতা শেখ মিজানুর রহমান,১০নং সুবিদপুর ইউনিয়নে ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার মিয়া আখঞ্জি,১১নং মক্রমপুর ইউনিয়নে পৌরযুবদলের সাবেক সাধারণ সম্পাদক কুহিনুর আলম,১তনং মন্দরি ইউনিয়নে জেলা কুষকদলের সিনিয়র সহসভাপতি মোঃআব্দুর রব,১৪নং মুরাদপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি মধু মিয়া ও ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে ইউনিয়ন বিএনপি নেতা মোঃকামাল তালুকদার।

বাকি ৩টি ইউনিয়নে আজকালের মধ্যেই চুড়ান্ত মনোনয়নের জন্য দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ফরহাদ হোসেন বকুল।

আগামী ২৩ শে এপ্রিল বানিয়াচং উপজেলা ১৪টি ইউনিয়নে ভোট হবে।মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৭ শে মার্চ।বাছাই ২৯ ও ৩০ মার্চ।প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ৬ এপ্রিল।

আপনার মন্তব্য

আলোচিত