নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০১৬ ১৭:০৮

আরিফুল হকের জামিন

মায়ের অসুস্থতাজনিত কারণে ১৫ দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সিলেট সিটি করপোরেশেনর বহিষ্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় চার্জশীটভূক্ত হয়ে তিনি কারাবন্দী রয়েছেন। এই মামলার আসামী হওয়ার মেয়র পদ থেকেও বহিষ্কৃত হন আরিফ।

আরিফুল হকের জামিন আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্টের বিচারক সালমা মাসুদ চৌধুরী ও কাজী ইজহারুল হক আখন্দের সমন্বয়ে ঘটিত বেঞ্চ আরিফুল হকের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আরিফুল হকের আইনজীবী ব্যারিস্টার আব্দুৃল হালিম কাফি জানান, মায়ের অসুস্থতার কারণে আরিফের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার উচ্চ আদালত ১৫ দিনের জন্য তাকে জামিন প্রদান করেন।

তিনি বলেন, জামিন পেলেও এখনি মুক্তি পাচ্ছেন না আরিফ। কিবরিয়া হত্যা মামলার জামিন পেলেও তিনি এই ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলারও আসামী। ফলে মুক্তি পেতে হলে বিস্ফোরক মামলায় জামিন  পেতে হবে আরিফকে।

উল্লেখ্য, আরিফুল হকের মা রহিমা খাতুন অনেকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত