সিলেটটুডে ডেস্ক

২২ মার্চ, ২০১৬ ১৭:০৮

আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল

সিলেট সদরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি ভোটকেন্দ্র বাতিল করা হয়েছে। কেন্দ্রটি হলো টুকেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেল পৌনে ৪টায় সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ৬নং টুকেরবাজার ইউনিয়নের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল হামলা,ভাঙচুর, অগ্নিসংযোগ ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলার ঘটনায় জড়িত বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। 

এর আগে ওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেনের সমর্থকরা তাণ্ডব চালিয়ে কেন্দ্র দখলের চেষ্টা চালানোর পর ভোট দিতে কেন্দ্রে আসেননি অধিকাংশ ভোটার। 

সরেজমিনে দেখা গিয়েছিল, ভোটারবিহীন ভাবে খাঁ খাঁ করছে টুকেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। দায়িত্ব প্রাপ্ত এজেন্টরা বসে আছেন চুপচাপ। ভোট কেন্দ্রে প্রবেশের পথে কড়া নিরাপত্তায় আছেন পুলিশ, বিজিবি এবং আন্সার বাহিনীর সদস্যরা। 

কেন্দ্রের বিভিন্ন বুথ পরিদর্শন করে দেখা যায়, ভোট বুথে পড়ে আছে ছেঁড়া ব্যালেট কাগজ। ভোট বুথের ব্রেঞ্চে পড়ে সিল মারা কিছু ব্যালেট ও দেখা যায়।

বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহিদ আহমদ বলেন, এর পরিপ্রেক্ষিতে বিকেল সাড়ে ৩টার দিকে স্থগিতের দাবি জানান বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহিদ আহমদ।  

সিলেট সদর ‍উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান,কেন্দ্রটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত