নিউজ ডেস্ক

৩০ মার্চ, ২০১৬ ০১:৩৯

প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ছবি না থাকায় ক্ষুব্ধ সৈয়দা সায়রা মহসীন

মৌলভীবাজার প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ছবি না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য ও প্রয়াত সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসীন।

মৌলভীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি কেন প্রেসক্লাবে নেই? আমি যখন আগামীতে এখানে আসবো তখন যেনো বঙ্গবন্ধুর ছবি টানানো দেখি’।

মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের রূপকার। যার জন্ম না হলে, যিনি নেতৃত্ব না দিলে এই দেশ স্বাধীন হতোনা। অথচ তাঁর ছবি প্রেসক্লাবে না থাকাটা দুঃখের বিষয়

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এম এ সালামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এম এ রহিম সিআইপি, এডভোকেট আব্দুল মছব্বির, এডভোকেট রমাপদ দাশ গুপ্ত, সৈয়দা সানজিদা শারমিন, প্রেসক্লাব সহ সভাপতি রাধাপদ দেব সজল, রজত কান্তি গোস্বামী, আকমল হোসেন নিপু, সালেহ এলাহী কুটি প্রমুখ।

সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন আরও বলেন, স্বাধীনতা মাসে আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মডেল বানাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তাঁর সকল কাজে সাংবাদিক হিসেবে আপনারা সহযোগিতা করে যাবেন। সরকারের ভালো কাজকে লেখনির মাধ্যমে তুলে ধরবেন। আপনাদের তুলে ধরা সংবাদ আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়

তিনি প্রয়াত স্বামী সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর প্রসঙ্গ টেনে বলেন, আপনারা সহযোগিতা করলে তাঁর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো। মৌলভীবাজার শহরকে গড়ে তুলতে যতো ধরনের কাজ করতে হয় আমি করবো

আপনার মন্তব্য

আলোচিত