নিউজ ডেস্ক

০৩ মার্চ, ২০১৫ ১৯:১৭

অটোটেম্পু-অটোরিক্সাচালক-শ্রমিক জোট’র বিয়ানীবাজার উপকমিটি বাতিল

সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক-শ্রমিক জোট (রেজি নং-২০৯৭) কেন্দ্রীয় নির্বাহী কমিটি ইউনিয়নের দক্ষিণ বিয়ানীবাজার উপ-কমিটি বাতিল ঘোষণা করেছে। মঙ্গলবার গঠনতন্ত্রের ১৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ইউনিয়নের সভাপতি মো. খলিল খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটি বাতিলের ঘোষণা দেয়া হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়- গত ৪ জানুয়ারি গঠনতন্ত্রের ১৪ ধারা লংঘন করে এখতিয়ার বহিভর্‚তভাবে ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি মো. মতছির আলী এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান চৌধুরী দক্ষিণ বিয়ানীবাজার উপ-কমিটির অবৈধ অনুমোদন দিয়েছিলেন।

প্রেসবিজ্ঞপ্তিতে খলিল খান জানান, কোন প্রকারের সভা আহবান না করেই এবং রেজ্যুলেশন খাতায় কোন সদস্যের উপস্থিতির স্বাক্ষর ব্যতিরেকে এ কমিটি ঘোষণা করা হয়েছিল। এছাড়া গঠনতন্ত্রের ১০ ও ১৩ ধারা অনুযায়ী উপ-কমিটি গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন প্রয়োজন। কিন্তু দক্ষিণ বিয়ানীবাজার উপ-কমিটি গঠনে এ ধরণের কোন অনুমোদন নেয়া হয়নি, তাই প্রদত্ত কমিটি অবৈধ। ফলে এটি বাতিলযোগ্য। এ উপ-কমিটি পরিচালনার জন্য শিগগিরই একটি আহবায়ক কমিটি গঠন করা হবে। 

 

 

আপনার মন্তব্য

আলোচিত