সিলেটটুডে ডেস্ক

০৪ মার্চ, ২০১৫ ১২:১৫

জুড়ীতে ভোররাতে পেট্রোল ছিটিয়ে বাসে আগুন

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা। তারা পেট্রোল ছিটিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার ভোর রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে জুড়ী বাসস্ট্যান্ডের কাছে লিটন পরিবহনের একটি বাস দাঁড়ানো ছিল। এসময় হরতাল ও অবরোধ সমর্থক ১৫-২০ জন যুবক এসে বাসে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে বড়লেখা ও কুলাউড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। তারা আগুন নেভাতে সক্ষম হলেও এর আগে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি ।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত