সিলেটটুডে ডেস্ক

২৯ এপ্রিল, ২০১৬ ২০:১৯

সিলেটে বিশ্ব নৃত্য দিবস উদযাপন

“চিত্ত মম বিকশিত হোক নৃত্যের তালে তালে” এই প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব নৃত্য দিবসটি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় নৃত্য উৎসব আয়োজনের মাধ্যমে উদ্যাপন করল সিলেট জেলা শিল্পকলা একাডেমি।

নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিকাল ৪টায় জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নৃত্য উৎসবের শুভ সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী।

১০টি নৃত্য সংগঠন ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রাণবন্থ ছিল শিল্পকলা একাডেমী মিলনায়তন।

নৃত্য পরিবেশনায় ও পরিচালনায় ছিলেন শিল্পকলা একাডেমীর নৃত্য শিশু ও সাধারণ বিভাগ, একাডেমী ফর মণিপুরী কালচার এন্ড আর্ট, নৃত্যরং, শিল্পাঙ্গণ, ছন্দনৃত্যালয়, শ্রীনিকেতন, পাঠশালা, নাট্যম সিলেট, নৃত্যযোগ এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, নৃত্যশিল্পী ও প্রশিক্ষক শ্যামল ঘোষ এবং বিপুল শর্মা। উৎসবে পরিবেশিত সকল পরিবেশনাই আগত হল ভর্তি দর্শকদের মুগ্ধ করে।

 

আপনার মন্তব্য

আলোচিত