নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০১৬ ১৯:৩৪

পালকী-পানসীতে পচা ও বাসি খাবার, জরিমানা

ফাইল ছবি

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত সিলেটের জিন্দাবাজার এলাকায় পালকী রেস্টুরেন্ট,পানসী রেস্টুরেন্ট ও স্বপ্নকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

রোববার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জিন্দাবাজারের পালকী রেস্টুরেন্টকে ২০ হাজার, পানসী রেস্টুরেন্টকে ১৫ হাজার ও স্বপ্নকে ৩৫ হাজার টাকা জরিমানা করে আদালত।

প্রতিষ্ঠান গুলোর মধ্যে পালকী ও পানসী রেস্টুরেন্টে পচা ও বাসি খাবার একসাথে রাখার অভিযোগে জরিমানা করা হয়। দইয়ের মূল্য লেখা না থাকায় ও প্রসাধনী সামগ্রীতে প্রস্ততকারক প্রতিষ্ঠানের সীল না থাকায় স্বপ্নকে জরিমানা করা হয়।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা নেতৃত্ব পরিচালিত এ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী মাসুম উদ দৌলা, কর্মকর্তা মোর্শেদ আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত