বড়লেখা প্রতিনিধি:

২৭ জুন, ২০১৬ ১৩:৫৬

বড়লেখায় জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মৌলভীবাজারের বড়লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০% জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে পল্লীবিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন।

সোমবার (২৭ জুন) সকালে বড়লেখা জোনাল অফিসের শ্রমিক-কর্মচারী লীগ এ মানববন্ধন ও কর্মবিরতির আয়োজন করে।

সকালে কুলাউড়া-বড়লেখা সিঅ্যান্ডবি সড়কে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন-পল্লী বিদ্যুৎ বড়লেখা জোনাল অফিসের ওয়ারিং পরিদর্শক জাহাঙ্গির আলম, রাজীব খান, লাইন ম্যান গ্রেড-১ মো. হুমায়ুন কবির, জুনিয়র ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, এলটি মো. গোলাপ হোসেন, লাইন ম্যান গ্রেড-১ মো. ইমরুল ইসলাম, ফরিদুল আলম, মামুন হোসেন হাওলাদার, আলতাব হোসেন চৌধুরী, নাছিম শাহ, রাসেল খন্দকার, মো. ইব্রাহিম, শরিফুল ইসলাম হিমেল, রমজান আলী, বিলিং সুপারভাইজার মোস্তফা উদ্দিন, কম্পিউটার অপারেটর শিউলি দেব, বিলিং সুপারভাইজার স্মৃতি সেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দ্রুত পে-স্কেল বাস্তবায়নের দাবী জানান।

আপনার মন্তব্য

আলোচিত