বিশ্বনাথ প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০২:১৮

বিশ্বনাথে দুই প্রবাসী কমিউনিটি নেতা সংবর্ধিত

সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী ইউনুছ আলী ও হাজী জইনুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

দ্বিপন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে দশঘর এনইউ উচ্চ-বিদ্যালয় মিলনায়তনে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী ইউনুছ আলী ও হাজী জইনুর রহমান।

বক্তব্যে তারা বলেন, এলাকার উন্নয়নে আমরা প্রবাসীরা আন্তরিক। বিশেষ করে এলাকার শিক্ষার উন্নয়নে বিশ্বনাথের প্রবাসীরা এক যোগে কাজ করে যাচ্ছেন।

দ্বিপন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে ও সাবেক সভাপতি মাষ্টার আবু কওছরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর এনইউ উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রোহেল উদ্দিন, সংগঠক আব্দুল আলী, ইলিয়াছ উদ্দিন, আসক আলী, জহুর আলী, ফিরুজ আলী, কাজী লোকমান হোসেন, মখন মিয়া, বশির উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী, আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুছ, সদস্য জামিম আহমদ ও আমির উদ্দিন।

অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি আব্দুল হামিদ হান্দু, সাংগঠনিক সম্পাদক খালেদ নুর, প্রচার-সম্পাদক ফয়ছল আহমদ, সহ-রচার সম্পাদক জাকির হোসেন,সদস্য তাজ উদ্দিন,বাহার উদ্দিন, ফয়েজ উদ্দিন,মফিজ মিয়া,জাহেদ উদ্দিন, নাজমুল হক, রাজিব দাশ, আলমাছ আলী, জিলু মিয়া, পারভেজ উদ্দিন, দিলওয়ার হোসেন, আব্দাল মিয়া, কামিম উদ্দিন, ওয়াহিদ মিয়া, কিবরিয়া, জুবেল মিয়া, ছাদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত