হবিগঞ্জ প্রতিনিধি

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০৬

হবিগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙচুর, আটক ২

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ফুটারমাটি গ্রামের ফনি ভূষণ সূত্রধরের বাড়িতে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনারস্থল থেকেই দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ফনি ভূষণ সূত্রধরের বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছিল। পাশেই কয়েকজন যুবক গান বাজনা করছিল। এ সময় প্রতিমা তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের  সঙ্গে যুবকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে যুবকরা উত্তেজিত হয়ে প্রতিমা ভাঙচুর করে। খবর পেয়ে রাত ১২টার দিকে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে।



নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের উকিল মিয়ার ছেলে আবু তাহের (২০) এবং তাহির আলীর ছেলে জাবেদ মিয়া (২০)।

এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছাসহ বিশিষ্ট জনেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় বাসিন্দা বিমল সূত্রধর জানান, প্রতিমা তৈরির সময় গ্রামের কয়েকজন যুবক লাঠিসোটা হাতে নিয়ে অতর্কিতভাবে আমাদের প্রতিমায় হামলা চালায়। ভাঙচুর করে প্রতিমা ভেঙে ফেলে।

আপনার মন্তব্য

আলোচিত