সিলেটটুডে ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৫৮

সুনামগঞ্জ সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

সুনামগঞ্জ সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

সদর উপজেলা পরিষদের আয়োজনে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা আনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ্।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবী। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এর থেকে আমাদের সমাজকে মুক্ত করতে হবে। বাল্যবিয়ের কুফল সম্পর্কে জনগণকে বোঝাতে হবে। না হলে এই অভিশাপ থেকে জাতি মুক্ত হতে পারবে না। বিশেষ করে শহরতলী ও গ্রামে বাল্যবিয়ের ঘটনা বেশি ঘটে থাকে। তাই ওই সব এলাকার জনগণকে সচেতন করে তুলতে হবে।

এছাড়া অনুষ্ঠানে সদর উপজেলার সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, নিকাহ রেজিস্ট্রারসহ (কাজী) গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত