নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ২০:৩৩

প্রবাসী গ্রাহকের ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ৩ ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

সিলেটে গ্রাহকের প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সিটি ব্যাংক জিন্দাবাজার শাখার চাকুরীচ্যূত ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানায় নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিটি ব্যাংক লিমিটেডের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও জিন্দাবাজার শাখার শাখা ব্যবস্থাপক (বর্তমানে চাকুরীচ্যূত) মো. মুজিবুর রহমান (৫৮), সাবেক ক্যাশ ইনচার্জ মো. গিয়াস উদ্দিন (৪৮) ও সাবেক কাস্টমার সার্ভিস অফিসার ও বর্তমানে এক্সিম ব্যাংক সিলেট শাখার এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ সাজ্জাদুর রহমান (৩৮)।

বুধবার বিকেলে মুজিবুরকে বাগবাড়ি, সাজ্জাদুরকে জিন্দাবাজার ও গিয়াসকে বন্দরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দুদুকের সিলেট অফিসের উপ পরিচালক রেভা তালুকদার জানান, সৈয়দ আখলাক মিয়া নামের এক ব্রিটেন প্রবাসী গ্রাহকের হিসাব থেকে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করেন ব্যাংকের অসাধু কর্মকর্তারা। এ ঘটনায় ব্যাংকের ৭ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের হয়।

তদন্তে অর্থ আত্মসাতের সত্যতা পেয়ে দুদক বুধবার ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করে। বাকি ৪ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান দুদক কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত