গোয়াইনঘাট প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:২৫

গোয়াইনঘাটে অসহায় সম্বলহীনদের অনুদান প্রদান

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে নতুন জীবন, জীবিকায়ন প্রকল্প ক্লাষ্ঠার নং-৪ ফতেহপুরের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, দরিদ্র মানুষের ভাগ্যে উন্নয়নে বর্তমান সরকার নানামুখী কর্মসূচী হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সহায় সম্বলহীনদের মধ্যে অনুদান দিয়ে তাদের জীবন যাত্রার মানকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থমন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতি করেন বিন্নাকান্দি গ্রাম সমিতির সভাপতি স্বপ্না বেগম। এসডিএফ জেলা ব্যবস্থাপক সামিউল হকের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন বোর্ড অব ডাইরেক্টর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও পরিচালক বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক বিডিবিএল সৈয়দ এপতার হোসেন পিয়ার।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. সালাহউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন, গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ইমরান আহমদ মহিলা কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ.মতিন প্রমুখ।

অনুষ্ঠানে অসহায় সম্বলহীনের মধ্যে অনুদান প্রদান করেন অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত