বিশ্বনাথ প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০১৬ ১৯:২৯

প্রধানমন্ত্রী কথা রেখেছেন : বিশ্বনাথে শফিক চৌধুরী

সরকারের খাদ্য মন্ত্রনালয়ের ‘খাদ্য বান্ধব’ কর্মসূচির আওতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নে ‘১০টাকা কেজিতে চাল বিক্রয়’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭অক্টোবর) ইউনিয়নের বাগিছা বাজারে চাল বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, সরকার ঘটনের পর নির্বাচনী ইশতেহার অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার কথা রেখেছেন। প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন কামনা করে তিনি আরও বলেন, আ’লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সকল প্রকার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। সমাজের অবহেলিত-বঞ্চিতদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে।

দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা আ’লীগ নেতা রুনুকান্ত দে ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা আ’লীগ নেতা মোঃ আসাদুজ্জামান, শফিক উদ্দিন স্বপন, জয়ন্ত আচার্য্য, দেওকলস ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুল মোমিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাইফুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখে আ’লীগ নেতা আবুল কালাম জুয়েল।

অনুষ্ঠানে দেওকলস ইউনিয়নের মেম্বার আব্দাল মিয়া, ফরিদ উদ্দিন, বাবুল মিয়া, কাছা মিয়া, ছাইফুল ইসলাম, দশঘর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল হোসেন, আ’লীগ নেতা আপ্তাব উদ্দিন, আখতার হোসেন জুনেদ, মিজানুর রহমান মিজান, ছোবা মিয়া, নুরুজ্জামান, তজম্মুর আলী, আনা মিয়া, ছমির আহমদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, বাগিছা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আজাদ মিয়া, দেওকলস ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান মিনু, সাধারণ সম্পাদক সঞ্চিত আচার্য্য, যুবলীগ নেতা আবদুর রউফ, কামরুজ্জামান সেবুল, এনামুল হক এনাম, ইউসুফ আলী, তাজুল ইসলাম, রাসেল আহমদ, সবুজ মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মতিন, ডাক্তার বিভাংশু গুন বিভু, রফিক মিয়া, সিজিল মিয়া, সুহেল খান, খছরুজ্জামান, ছাত্রলীগ নেতা লিটন দেব, মিয়াদ আহমদ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত